সরাইলে ৩দিন ব্যপি ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ , ১৫ জুলাই ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩দিন ব্যপি ফলদ বৃক্ষ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার(১৫জুলাই) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলা শুরু হয়। সরাইল উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আায়োজিত উক্ত মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহি অফিসার এ এস এম মোসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিরুল ইসলাম সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন