সরাইলে ৩টি স্পটে প্রকাশ্যে নিয়মিত লক্ষ লক্ষ টাকার জুয়াখেলা চলছে, পুলিশ সব জানে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
“সৈয়দটুুলায় ত্রিফাল ঝুলিয়ে জুয়ার আসর, সকাল বাজার ও চুন্টার করাতকান্দি এলাকয়া বড় ধরণের জুয়া নিয়মিত হচ্ছে। লক্ষ লক্ষ টাকার খেলা হচ্ছে। সরাইল ওসি’র সঙ্গে সবসময়ই থাকে সৈয়দটুলা গ্রামের একটি ছেলে এবং ওসি’র আদরের দুলালী আবদুর রাজ্জাক নিজে সেই জুয়ার আসরে ডাব্বা মারে। পুলিশ জানে না এটা বিশ্বাস যোগ্য নয়, পুলিশ সব জানে; আর না জানলেও আজকে জানালাম, এ তিন স্পটে নিয়মিত জুয়া চলে। মনে রাখবেন মদ ও জুয়ার বিরূদ্ধে প্রয়োজনে সরাইলের লোকজন রাস্তায় নামবেন। এ সময়ে নদীর প্রবাহ বন্ধ করা যাবে না। চামার বাড়ির মদ নিয়ে এ সভায় গত ১২ বছর ধরে আলোচনা হচ্ছে। রেজুলেশন আছে। দেদারছে উৎপাদন ও বিক্রির ফলে যুব সমাজ ধ্বংস হচ্ছে। কোথায় প্রশাসন? আজ পর্যন্ত মদের সেই কারখানা কি বন্ধ করতে পেরেছেন? না পারলে কেন পারলেন না? সেই দিন রাতে সেখানে কি ঘটে ছিল সবাই জানে। যারা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের বিরূদ্ধে কার ইশারায় মামলা তাও জনগণ জানেন। কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। সাদা ধূঁতিপড়া কিছু লোক হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে মেতেছেন। না আপনাদের এ উদ্যেশ্য বাস্তবায়ন হবে না। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা হিন্দুদের সবচেয়ে বেশী ভালবাসি। আমরা আপনাদের সম্মান করি। শ্রদ্ধা করি। তার অর্থ এই নয় যে আপনারা যা ইচ্ছে তাই করে সামাজিক পরিবেশ নষ্ট করবেন। এটা কোন ভাবেই করতে দেয়া হবে না। চামার বাড়ির মদ উৎপাদন বন্ধ করতে হবে।”- সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃংখলা সভায় আজ বুধবার(২৩সেপ্টেম্বর) এ কথা বলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর।
সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আইন শৃংলা সভায় অন্যান্যদের মধ্যে সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা সমাজসেবা অফিসার আবু নাঈম মৃর্দা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা বেগম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল থানার এস আই মোঃ জাকির হোসেন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান সরাফত আলী, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো; সাইফুল ইসলাম, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল রিপোর্টারস ইউনিটির সাধারন সম্পাদক মোঃ তাসলিম উদ্দিনসহ উপজেলা আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন