২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ৩কেজি গাজাঁসহ এক মহিলা গ্রেপ্তার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ , ৫ মে ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এম এ করিম সরাইল নিউজ২৪ ডটকম ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(৫মে) সকাল সাড়ে ১১টায়  সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়ার দিকনির্দেশনায় এসআই/আবু বকর সিদ্দিক, সঙ্গীয় নায়েক/৮৫৩ মিঠুন চন্দ্র ঘোষ ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় গোলচত্তর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরাইল থানার এসআই আবু বকর সিদ্দি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া গগোলচত্বর অবস্থান করিয়া নজরদ্বারী করিতে থাকিলে হঠাৎ কালো বোরখা গায়ে একজন মহিলা একটি অনুমান ২ বছরের বাচ্চা কোলে নিয়ে দ্রুত দৌঁড়াইয়া পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহযোগিতায় আটক করিয়া তাহার দেহ তল্লাশি করিয়া স্কচটেপ দিয়ে প্যাচানো ২ পোটলা দুই পায়ে সুতলী দিয়ে বাঁধা ১ কেজি ৫০০ গ্রাম করে সর্বমোট ৩ কেজি গাঁজা মূল্য অনুমান   ২১,০০০/= টাকা পাইয়া জব্দ তালিকা মূলে জব্দ করি। আসামী ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তাহার নাম নাছরিন আক্তার  পপি (২৫), স্বামী-সোহেল মিয়া, শ্বশুড়- ছালেক মিয়া, সাং-পিয়াইম, ইউপি-ছাতিয়াইন, বর্তমানে- জগদিশপুর (সাইদুর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), ইউপি-ছাতিয়াইন, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ । এ ব্যাপারে সরাইল থানায় মামলা রুজু হয়েছে। যা সরাইল থানার মামলা নং- ০৬, তারিখ-০৫/০৫/১৮ খ্রিঃ, ধারা-১৯৯০ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৭ (ক)/২৫।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন