সরাইলে ২ দিন ব্যপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ , ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ২ দিন ব্যপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
“৪৩তম বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ এক সুত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন এর সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর।
স্বাগত বক্তব্য দেন সরাইল উপজেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান।
বক্তব্য দেন সরাইল সরকারি কলেজের প্রভাষক শফিকুর রহমান।
আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম মন মিয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন