১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে ২৪দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া অটোরিক্সা,  মানবিক সহায়তায় অটোরিক্সা পেলেন আতিক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ , ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

সরাইলে ২৪দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া অটোরিক্সা,  মানবিক সহায়তায় অটোরিক্সা পেলেন আতিক

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র আতিক হোসেনের একটি অটোরিক্সা চুরি হওয়ার ২৪ দিনেও উদ্ধার হয়নি। তবে মানবিক সহায়তায় অটোরিক্সা পেয়েছেন আতিক।

গত ১০মার্চ ২০২৫ উপজেলার উচালিয়াপাড়া মোড় থেকে চুরি হয় আতিকের অটোরিক্সাটি। সেই থেকে হতিদরিদ্র আতিকের পরিবারে নেমে আসে দু:খের কালো ছায়া। নিজের একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিক্সাটি হারিয়ে দিশেহারা হয়ে যায় আতিক। পরিবারের লোকজনের ভরণ-পোষনের চিন্তায় অস্থির হয়ে ওঠে সে। অটোরিক্সা উদ্ধারে সম্ভাব্য সকল দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হয়। অটোরিক্সা হারানোর পর আতিকের অস্বাভাবিক আচরণ নজরে পড়ে সমাজকর্মী রৌশন আলীর।

 

 মানবিক দিক বিবেচনা করে  গত ১৪ মার্চ ২০২৫ রাতে সমাজকর্মী রৌশন আলী তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে  মানবিক সাহায্যের আবেদন করে একটি পোস্ট করেন। মূহুর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। এতে ব্যপক সাড়া পড়ে। স্থানীয় এলাকাবাসীসহ দেশ ও প্রবাসের অনেকেই আতিককে একটি নতুন অটোরিক্সা কিনার জন্য আর্থিক সহায়তা করতে থাকে। অর্থ সংগ্রহে অন্যান্য মানবিক মনের লোকজনও এগিয়ে আসেন। সকলের সার্বিক সহযোগিতায় ১লক্ষ ২০ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে একটি নতুন অটোরিক্সা ক্র‍য় করে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন এর মাধ্যমে অটোরিক্সাটি আতিকের হাতে হস্তান্তর করা হয়। এতে হত দরিদ্র আতিকের মুখে হাসি ফুটে ওঠে। অসহায় পরিবারটি ফিরে পেয়েছে উপার্জনের অবলম্বন। সমাজকর্মী রৌশন আলীসহ মানবিক এই কাজে যারা হাত বাড়িয়েছেন সকলের প্রশংসা করছেন এলাকাবাসী। তবে চুরি হওয়ার ২৪দিন পার হলেও নিজের অটোরিক্সাটি কি আর ফিরে পাবে না আতিক? অধরাই কি থেকে যাবে নিজের অটোরিক্সাটির চোর চক্র? এমন প্রশ্নও করছেন এলাকার অনেকে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন