সরাইলে ২কেজি গাঁজাসহ গ্রেফতারঃ ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ , ১২ জুলাই ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২কেজি গাঁজাসহ ১যুবককে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। আজ রোববার(১২জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া নামক স্থান হতে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক আশুগঞ্জ উপজেলার আড়াইসীতা, বাঘমারা এলাকার সাঈদ মিয়ার পুত্র মোঃ আল-আমিন(২২)। সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় এবং সরাইল সার্কেল এর সহকারি পুলিশ সুপার ও সরাইল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এএসআই মোঃ আলা উদ্দিন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ২কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরোদ্ধে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন