৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ১৬৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার:৩

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ , ২৭ মে ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

20180527_00345620180527_003419

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৬৯ পিচ ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছেন সরাইল থানা পলিশ। শুক্রবাার(২৫মে) সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়ার দিকনির্দেশনায় এসআই আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া উপজেলা  সদর ইউনিয়নের হালুয়াপাড়া থেকে ২জন এবং কালিকচ্ছ এলাকা থেকে ১জনসহ মোট ৩জনকে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে ১৬৯ পিচ ইয়াবা উদ্ধার করেন। ১৯পিচ ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন হালুয়াপাড়ার শামীম মিয়া (২০),  কালিকচ্ছ মনিরবাগের  মোঃ রাজন মিয়া (২২) এবং ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ কালিকচ্ছ মনিরবাগের মো: রায়হান (১৯)। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মো: মহিজ উদ্দিন ভূইঁয়া গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন