সরাইলে ১৬দিনের ব্যবধানে চুন্টা ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সেক্রেটারীর মৃত্যু, শোক কাটেনি দলীয় নেতা-কর্মীর
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ , ৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ও সেক্রেটারী ১৬দিনের ব্যবধানে শারীরিকভাবে অসুস্থতাজনিত কারনে মারা গেছেন। অল্প সময়ের ব্যবধানে স্থানীয়ভাবে দলের জন্য নিবেদিত এলাকার দুই প্রবীণ নেতাকে হারিয়ে শোক কাটছে না স্থানীয় দলীয় নেতা-কর্মীর। দলীয় নেতা-কর্ম্যিদের অনেকেই মনে করেন দলের জন্য ঐ দুই নেতা যে অবদান রেখে গেছেন তা আদৌ পূরণ হবার নয়। তবে “মৃত্যুর কাছে সকলেই অসহায় ও সকলকেই একদিন মরতে হবে” -এই ভেবেই এই শোক কাটিয়ে উঠার চেষ্টা করছেন নেতা-কর্মীরা।
উল্লেখ্য চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সেক্রেটারী আলহাজ্ব প্রকৌশলী শাহজাহান মিয়া গত ১০জুলাই সকাল ১০টা ৩০মিনিটে অসুস্থতাজনিত কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করার ১৬দিন পর ২৭জুলাই
একই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোঃ সোলাইমান কবির শারীরিক অসুস্থতা জনিত কারনে ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আপনার মন্তব্য লিখুন