সরাইলে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা তপোধ্বনির মাধ্যমে শুরু হয়েছে। আজ ১৬ডিসেম্বর শনিবার ভোর সাড়ে ৬টায় সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তপোধ্বনির মাধ্যমে এ আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সরাইল উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অঙ্গ-সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি যথাযোগ্যতা মর্যাদায় পালনের নানা কর্মসূচীর মধ্যে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুচ-কাওয়াজ, ডিসপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলা চত্বরে ও উপজেলার বিভিন্ন স্থানে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন