সরাইলে ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগের ৩নেতার চির বিদায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ , ২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
মাত্র ১৫ দিনের মধ্যে চির বিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রবীণ ৩ নেতা।
সর্বশেষ আজ মঙ্গলবার(২ফেব্রুয়ারী) সকাল ৮টায় সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন আহমেদ মদন শারীরিক অসুস্থতাজনিত কারনে কুট্টাপাড়া গ্রামের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না লিল্লাহি রাজিউন)।
ইতিপূর্বে গত ১৮ জানুয়ারী রোজ সোমবার সন্ধা ৬ টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন
সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা।
এর দুই দিন পর বৃহস্পতিবার (২১জানুয়ারী) সকাল ১০টায় অসুস্থতাজনিত কারনে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সরাইল উপজেলা আওয়ামী লীগের একাধিকবার নির্বাচিত সভাপতি ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। সরাইল উপজেলা আওয়ামী লীগ এর প্রবীণ এই তিন নেতার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে শোকাহত অবস্থা বিরাজ করছে। এতে করে উপজেলা আওয়ামী লীগের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধারণা।
আপনার মন্তব্য লিখুন