১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে ১৫ দিনের ব্যবধানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ব্যক্তি খুন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ , ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৫দিনের ব্যবধানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ব্যক্তি খুন হয়েছেন।
আজ বৃহস্পতিবার(২২এপ্রিল) সন্ধার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের ফজুর বাড়ির আব্দুল মন্নাফের পুত্র আবুল কাসেম(৩৮) প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
এর আগে গত ৭ এপ্রিল দিবাগত রাতে একই ইউনিয়নের পাকশিমুল গ্রামের দুর্গতের গোষ্ঠীর প্রবাসী হান্নান মিয়ার পুত্র সিএনজি চালক দেলোয়ার হোসেন প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন। মাত্র ১৫দিনের ব্যবধানে একই ইউনিয়নের দুই গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তেলিকান্দি গ্রামের সিদ্দিক মিয়া ও ইদ্রিছ মিয়ার লোকজন একই এলাকার ও একই গোষ্ঠীর আব্দুল মন্নাফের পুত্র আবুল কাসেম এর উপর অতর্কিত হামলা ও উপর্যুপুরি ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত আবুল কাসেমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যপারে সরাইল সার্কেলের এএসপি মোঃ আনিছুর রহমান বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন