সরাইলে ১৫দিন ব্যাপি কম্পিউটার হার্ডওয়ার ও নেটওয়ার্ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদবিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ , ২৮ এপ্রিল ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৫দিন ব্যাপি কম্পিউটার হার্ডওয়ার ও নেটওয়ার্ক ট্রাবলশুটিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা আইসিটি ট্রেইনিং এন্ড রিসোর্স সেন্টারে গত ৮এপ্রিল সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার পক্ষে এ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন কোর্স কোঅর্ডিনেটর ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান। সরাইল ও অশুগঞ্জ উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন শিক্ষকের উক্ত প্রশিক্ষন কোর্স সম্পন্ন হওয়া উপলক্ষে আজ রোববার(২৮এপ্রিল) সকাল ১১টায় সেখানে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কোর্স অর্ডিনেটর সহিদ খালিদ জামিল খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বেড়তলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুক এর কোরআন তেলায়াত ও কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোপাল চন্দ্র চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: হুমায়ূন কবীর, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম ও হাজী আব্দুল কুদ্দুছ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক ও চুন্টা এ সি একাডেমীর শিক্ষক মো: শরীফ আলম। এছাড়া উক্ত কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সাত্তার ভূইঁয়া ডিগ্রী কলেজের প্রভাষক কোহিনুর বেগম, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শেখ সাদী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: মারুফ খান, পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সজল কুমার দাস, চুন্টা এ সি একাডেমির শিক্ষক মো: শরীফ আলম। উক্ত কাের্সে প্রশিক্ষণার্থী হিসেবে সফলভাবে কোর্স সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে সনদপত্র পেয়েছেন পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: শোয়াইব মিয়া, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: মাসুক মিয়া, বেড়তলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: ওমর ফারুক, সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার শিক্ষক মো: আব্দুল হান্নান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম, আরাইসিধা কে বি হাইস্কুলের শিক্ষক মো: সাইদুল আলম, দুর্গাপুর হাই স্কুলের শিক্ষক মো: হুমায়ুন কবীর, কামাউড়া শহীদ স্মৃতি হাই স্কুলের শিক্ষক উৎফল তলাপাত্র, হাজী আব্দুল কুদ্দুছ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, তালশহর এ এ আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিউলি রানী রায়, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাহরীন বেগম, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুরাইয়া বেগম, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আক্তার হোসেন, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাউসার আহমেদ, সৈয়দা হোসেনা আফজাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিব সূত্রধর, লালপুর এস কে দাস চৌধুরী হাই স্কুলের শিক্ষক মো: রবি উল্লাহ, সামসুল আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: সাফায়াত উল্লাহ খন্দকার, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজল চন্দ্র দাস, শাহ ফরাসত আলী হাই স্কুলের শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ, তারুয়া গার্লস হাই স্কুলের শিক্ষক এনামুল কবির রশিদ, নোয়াগাওঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: লোকমান হোসেন, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোপাল চন্দ্র চক্রবর্তী, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আক্তার হোসেনে ও সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আক্কাছ মিয়া।
আপনার মন্তব্য লিখুন