২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ১৪৪ ধারা ভঙ্গ,ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টাধাওয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪৪ধারা ভঙ্গ করে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। আজ শনিবার(২৪ফেব্রুয়ারী) বিকালে উপজেলা সদরে এ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, গত ৩১ জানুয়ারী জসিম খানকে আহবায়ক করে ৪৯ সদস্যের সরাইল উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষনা করেন জেলা ছাত্রলীগ। পরবর্তীতে সানা উল্লাহ সেলুকে আহ্বায়ক করে একটি পাল্টা কমিটি ঘোষনা করা হয়। এতে দু’পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ শনিবার বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নবগঠিত ছাত্রলীগের পরিচিতি সমাবেশের কর্মসূচী দেয় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এদিকে ছাত্রলীগ নেতা সানা উল্লাহ সেলু একই স্থানে পাল্টা সমাবেশ আহবান করে। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলে আইন শৃংখলা রক্ষায় সরাইল উপজেলা প্রশাসন কালিকচ্ছ, নোয়াগাঁও ও সরাইল সদর ইউনিয়নে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা র্পযন্ত ১৪৪ধারা জারি করে সবধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেন। শনিবার বিকালে বড্ডাপাড়া গরু বাজার মাঠে জসিম খানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা একত্রিত হয়ে একটি বিজয় মিছিল বের করে। নিজসরাইল ব্রিজের পাশে সানা উল্লাহ গিয়াস উদ্দিন সেলু ও ইশতিয়াক আহম্মেদ বাপ্পির নেতৃত্বে জড়ো হওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা উক্ত মিছিলে বাধাঁ দেওয়ার চেষ্টা করে। এসময় দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ উভয় পক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন