সরাইলে ১০ টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ: আহত ৩০
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
সরাইলে ১০ টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ: আহত ৩০
স্টাফ রিপোর্টার, সরাইল নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের দুই দফা সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। সিএনজি অটোরিক্সা থেকে ১০ টাকা উঠানোকে কেন্দ্র করে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে মঙ্গলবার(১ অক্টোবর) সন্ধায় প্রথম দফা ও পরদিন বুধবার (২ অক্টোবর) সকালে দ্বিতীয় দফা সংঘর্ষ হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা জানা যায়, তেরকান্দা গ্রামের একটি ভাঙ্গা কাচা সড়কে মাটি ফেলে সংস্কার করে স্থানীয় মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সড়ক মেরামতের কথা বলে সিএনজি চালক জুয়েলের নিকট ১০ টাকা চায় নয়ন। এতে চালক জুয়েল টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মিমাংসা করতে সন্ধ্যায় শালিশে বসে দুই পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধার দিকে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পরদিন বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৭টার সময় আমার কাছে সংবাদ আসে তেরকান্দা গ্রামে জুয়েল এবং নয়নের পক্ষ মধ্যে পুনরায় গন্ডগোল শুরু হয়েছে। খবর পেয়ে আমি আমার সঙ্গীফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করি ওব ফ কিছু টেট্টা বলম উদ্ধার করতে পেরেছি।
তিনি আরো বলেন, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
আপনার মন্তব্য লিখুন