সরাইলে ১০ ঘন্টার ব্যবধানে একই দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার(১০আগস্ট) সন্ধায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পালপাড়া মরানদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। উল্লেখ্য একই দিন সকাল ৮টায় উপজেলার সদর ইউনিয়নের জিলুকদারপাড়া এলাকার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পার্শ্ব থেকে অজ্ঞাত অপর এক যুবকের লাশ উদ্ধার হওয়ার পর সন্ধায় ফের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন