সরাইলে ১০০ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার: ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১৬নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে পুলিশ এ দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সাইদুল (৩৫) ও বড্ডাপাড়া গ্রামের এমরান (৩৪)।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার( সরাইল সার্কেল) মোঃ মনিরুজ্জামান ফকির বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে। ছিনতাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার হয়নি। তাদের তথ্য অনুযায়ী অভিযান চলছে, আশা করি পুলিশ সফল হবেই। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যার পর সরাইল সদর বাজারের আপন শিল্পালয় এর মালিক সদর ইউনিয়নের বণিকপাড়ার বাসিন্দা তপন বণিক ও তার ছেলে বিষ্ণু বণিক দোকান বন্ধ করে রিকশাযোগে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী রিকশাটি বড়দেওয়ানপাড়া কবরস্থান এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি বিপরীত দিক থেকে মোটরর সাইকেল যোগে এসে রিকশার গতিরোধ করে এবং বাবা ও ছেলের চোখে-মুখে মরিচের গুঁড়া ছুঁড়ে মারে। এসময় তাদের হাতে থাকা অন্তত ১০০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ভর্তি একটি ব্যাগ দস্তা-দস্থি করে ছিনিয়ে নেয় পালিয়ে যায়।
আপনার মন্তব্য লিখুন