সরাইলে ১০দিন ব্যাপি কোরআন তাফসির মাহফিল সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ণ , ৬ ডিসেম্বর ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ দিনব্যাপী কোরআন তাফসির মাহফিল সম্পন্ন হয়েছে। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪৩তম এ মাহফিলটি সোমবার(৪ডিসেম্বর) রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। তাফসির কমিটি সূত্রে জানা যায়, এ বছর ২৫শে নভেম্বর থেকে শুরু হয় ৪৩তম তাফসির মাহফিলের কাজ। প্রত্যেক দিন বাদ আসর থেকে রাত ১০-১১টা পর্যন্ত চলে একাধিক ওলামায়ে কেরামের বক্তব্য। ১০ দিনে ওই মাহফিলে ৩৫ জন আলেমে দ্বীন গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। গত সোমবার ছিল শেষদিন। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে সোমবার বাদ আছর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও আসেন। আখেরী মুনাজাতের পূর্বে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে জ্বালাময়ী বক্তব্য রাখেন বিশ্ব নন্দিত বক্তা আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনসারী, আল্লামা জুনাঈদ আল হাবিব।সরাইল তাফসির কমিটির সভাপতি ও মালিহাতা মাদ্রাসার প্রিন্সিপাল উপজেলার সবচেয়ে বয়:জ্যোষ্ট আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ আলীর অসুস্থতার কারণে সরাইল তাফসির কমিটির সিনিয়র সহ-সভাপতি জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার সুনামধণ্য শিক্ষা সচিব ও সরাইলের কৃতি সন্তান মাওলানা মুফতি সামছুল হকের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন সরাইল তাফসির মাহফিলের অন্যতম প্রতিষ্ঠাতা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রইসুল মুফাচ্ছেরীন আল্লামা হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেবের সুযোগ্য সাহেবজাদা আল্লামা মনিরুজ্জামান সিরাজী সাহেব। মোনাজাতে সারা বিশ্বের মুসলমানদের সুখ-শান্তি, সমৃদ্ধি ও আখেরাতের মুক্তি কামনা করা হয়। কিয়ামত পর্যন্ত যেন এ তাফসির মাহফিল চলমান থাকে সেই জন্য মহান আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। এসময় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসহ আশপাশের রাস্তা-ওলি-গোলি ও বহুতল বিল্ডিং এর ছাদ ধর্মপ্রাণ মুসলমান নারী-পুরুষদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ থাকে।
আপনার মন্তব্য লিখুন