সরাইলে ১হাজার কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে্ খাদ্য বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ , ৩ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১হাজার কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার(৩মে) সকালে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য বিতরণ করা হয় ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা এর সভাপতিত্বে ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সংরক্ষিত মহিলা ৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার(এএসপি) আনিছুর রহমান, সরাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ।
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খানসহ বিভিন্নস্তরের লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আপনার মন্তব্য লিখুন