সরাইলে ১কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ , ২০ জুলাই ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১কেজি গাঁজাসহ ২মাদক কারবারীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর থানার রামপর চাতলা এলাকার আব্বাস মিয়ার পুত্র মোঃ আমিনুর মিয়া(৩২) ও একই এলাকার হাসেন আলীর পুত্র মোশাররফ হোসেন(৩৮)। সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় এবং সরাইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার ও সরাইল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত ১৯জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও এএসআই মোঃ খলিলুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন