সরাইলে ১কেজি গাঁজাসহ গ্রেফতারঃ ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। সোমবার(১০আগস্ট) সন্ধায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া মোড় এলাকা থেকে সোহাগ মিয়া(২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ মিয়া পিরোজপুর জেলার ভান্ডারীয়া থানার লক্ষীপুরা গ্রামের হানিফ মিয়ার পুত্র। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের রেলওয়ে কলনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এর দিক-নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল ব্রাহ্মণবাড়িয়া ও অফিসার ইনচার্জ, সরাইল এর সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই মোঃ মিজানুর রহমান ও এএসআই মোঃ মাঈনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজাসহ সোহাগ মিয়াকে গ্রেফতার করে মামলা রুজু করার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।
আপনার মন্তব্য লিখুন