সরাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ , ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সরাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল, নারী বিষয়ক সংস্কার কমিশ্ন বাতিলের দাবি
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুম্মা উপজেলা সদরের উচালিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।
নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, ফিলিস্থিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুর্নবহালের দাবিতে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ উপজেলা হেফাজতে ইসলামের অন্যান্য নেতা-কর্মী ও তৌহিদি জনতা উক্ত মিছিলে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন