সরাইলে হাফেজ-আলেমদের আনুষ্ঠানিক সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ , ১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাফেজ-আলেমদের আনুষ্ঠানিক সংবর্ণা দেওয়া হয়েছে৷ এ উপলক্ষে আল হেরা ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে বুধবার(১৪আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত পাঁচ বারের সংসদ সদস্য ও একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা উকিল অাবদুস্ সাত্তার ভূঁইয়া এর পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ মাইনুল হাসান তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির যুগ্ম -সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। আলহাজ্ব মাওলানা আবু আক্কাছ হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নবীন হাফেজ-আলেমদের আনুষ্ঠানিক সংবর্না দেওয়া হয়। এ সময় বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন