সরাইলে হাজী মুকছুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অবস্থিত ও ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া কর্তৃক তাঁর পিতার নামে প্রতিষ্ঠি হাজী মুকছুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে। প্রধান মন্ত্রী কর্তৃক আজ বুধবার(২৩অক্টোবর) ঘোষিত ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় সরাইল উপজেলায় উক্ত বিদ্যালয়ের নামও রয়েছে বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের ৫বারের নির্বাচিত এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর পক্ষ থেকে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন