সরাইলে হাইওয়ে পুলিশের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
সরাইলে হাইওয়ে পুলিশের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর ) সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসুর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় মহাসড়কের পশ্চিম পাশের অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, ফোর লেনের কাজ চলছে। যানচলাচল স্বাভাবিক রাখতে এই আভিযান পরিচালনা করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে মনিটরিং করা হবে। মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন