সরাইলে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ছাত্রের প্রাণ, পিএসসি পরীক্ষা দেওয়া হল না শাহ মাহিনের
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় শাহ মাহিন নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৪অক্টোবর) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের আলীনগর মাদ্রাসা মসজিদের সামনে সরাইল-পাঠানপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন একই ইউনিয়নের আলীনগর গ্রামের সৌদি প্রবাসী শাহ সোহাগের পুত্র ও সরাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র হিসেবে চলতি বছর আসন্ন পিএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৯টায় মাহিন বিদ্যালয়ে যাওয়ার পথে আলীনগর মসজিদের সামনের সড়কে পৌঁছলে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানগাড়ী মাহিনকে চাপা দিলে ঘটনাস্থলেই শাহ মাহিনের মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি আটক করে। মাহিনের অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মাহিনের পরিবারের লোকজন। নিহত মাহিনের মায়ের আর্ত চিৎকারে ভারী হয়ে ওঠেছে সেখানকার আকাশ-বাতাস। অকালে সন্তানকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মাহিনের মা। শেষবারের মত এক নজর মাহিনকে দেখতে তাদের বাড়িতে ভীড় জমিয়েছেন আশ-পাশের লোকজন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যপারে স্থানীয় ইউপি মেম্বার মোশাহেদ উল্লাহ বলেন, দ্রুতগামী পিকআপ ভ্যানগাড়ীর চাপায় নাড়ি-ভূড়ি বের হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে শাহ মাহিন। সে চলতি বছর পিএসসি পরীক্ষার্থী ছিল। অকালে সন্তানকে হারিয়ে মাহিনের পরিবারে চলছে শোকের মাতম। সন্তানহারা পরিবারের লোকজনদেরকে সান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। অকালে সন্তান হারিয়ে আর কোনো মা-বাবার বুক যেন খালি না হয় সেই জন্য সকলকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের সাথে আলোচনাক্রমে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মন্তব্য লিখুন