সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত: ২, আহত:৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩জন। সোমবার(২৩জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় মাছের পোনাবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুজন হলেন পিকআপ ভ্যানের চালক সিরাজুল ইসলাম ও তাঁর সহকারী লোকমান মিয়া। আহত হন পিকআপ ভ্যানের যাত্রী ভজন সরকার, সাধু দাস ও কাভার্ড ভ্যানের চালক কামাল হোসেন । আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হোসেন সরকার বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন