সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত: ১
বার্তা সম্পাদক প্রকাশিত: 4:31 pm , 15 April 2017, Saturday , পোষ্ট করা হয়েছে 5 years আগেসরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় বাচ্ছু মিয়া(১৯)নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল কুট্টাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিজয়নগর থেকে একদল যুবক পিকআপভ্যানে ভৈরব থেকে বৈশাখী উৎসব পালন শেষে ফেরার পথে কুট্টাপাড়া সোপান সিএনজি পাম্পের নিকট আসলে বাচ্ছু মিয়া পিকআপ ভ্যান থেকে মহাসড়কের উপর পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস বাচ্ছু মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত বাচ্ছু মিয়ার বাড়ি বিজয়নগর উপজেলার আইরুল গ্রামে বলে জানা যায়। সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন নিহত ব্যাক্তির লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন