৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে সড়ক দুর্ঘটনায় তিন ইটভাটা শ্রমিক নিহত, আহতঃ ২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ , ১৭ ডিসেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে সড়ক দুর্ঘটনায় তিন ইটভাটা শ্রমিক নিহতঃ, আহতঃ ২

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে সিএনজি অটোরিক্সার ৩ জন যাত্রী ঘটনাস্থালে নিহত হয়। আহত হয় ২ জন।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর দক্ষিণ গ্রামের জনা মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া (৩৫), একই এলাকার শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ মিয়া (৩০)। নিহতরা সকলেই ইটভাটার শ্রমিক ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যপারে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, নিহত সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। ভোরে নিজ বাড়ি থেকে সিএনজিযোগে কাজের উদ্দেশ্য ইটভাটায় যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। ওরা সবাই ইটভাটার শ্রমিক।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন