সরাইলে স্বেচ্ছাসেবী সংগঠন “আত্বতার” উদ্যোগে ৬০জন গরীব মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার ও লুঙ্গি বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ , ১ নভেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
“জয় হউক মানবতার, জয় হউক আত্বতার” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ” আত্বতার” উদ্যোগে ৬০জন এতিম ও গরীব মাদ্রাসা ছাত্রের মাঝে একবেলা রান্না করা খাবার ও প্রত্যেকের মাঝে একটি করে লুঙ্গি বিতরণ করা হয়েছে। আজ রোববার(১নভেম্বর) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের “বরইচারা জামিয়াতুস সুন্না নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার” এতিম ও গরীব ৬০জন ছাত্রের মাঝে রান্না করা খাবার ও লুঙ্গি বিতরণ করা হয়। মানবিক এ কাজে “আত্বতার” সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। এ কাজে আর্থিক সাহায্য দাতাদের আত্বতার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের মানবিক কর্মকান্ড উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলে নিশ্চিৎ করেছেন “আত্বতার” সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন