সরাইলে স্বামীর কবরের পাশে শায়িত হলেন জোবেদা খাতুন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
সরাইলে স্বামীর কবরের পাশে শায়িত হলেন জোবেদা খাতুন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বামীর কবরের পাশে শায়িত হলেন জোবেদা খাতুন(৬৩)। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা প্রয়াত আমিরুল ইসলাম প্রকাশ আমিরুল মাস্টার এর স্ত্রী জোবেদা খাতুন এর জানাজা আজ মঙ্গলবার(১১ অক্টোবর) দিবাগত রাত ১০ টা ১৫ মিনিটে সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই এলাকায় সামাজিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে জ দাফন করা হয়। এর আগে গত রোববার (৯ অক্টোবর) সন্ধা ৭ টা ৪০ মিনিটে ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ ২ মাস ধরে কিডনিজনিত রোগে তিনি সিএমএইচ এ চিকিৎসাধীন ছিলেন।
মরহুমার বড় পুত্র মঞ্জুরুল ইসলাম রুবেল বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডিং অফিসার হিসেবে সরকারি সফরে মালদ্বীপে থাকাকালীন খবর পেয়ে সেখান থেকে আজ মঙ্গলবার সন্ধায় ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করে সরাসরি নিজ এলাকায় এসে মায়ের জানাজায় অংশগ্রহন করেন তিনি।
মরহুমার অপর দুই পুত্র বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম রাসেল ও এসিআই কোম্পানি লিমিটেট এর কনজিউমার ব্র্যান্ডস এ প্রোডাক্ট গ্রুপ ম্যানেজার মোহাম্মদ মাজহারুল ইসলাম রয়েলসহ তাদের পরিবারের অন্যান্য আত্বীয়-স্বজন, জাতীয়পার্টি নেতা ও বিশিষ্ট সমাজসেবক রহমত হোসেন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়া, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জব্বারসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ স্থানীয় এলাকার আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন স্তরের লোকজন উক্ত জানাজায় শরীক হতে দেখা যায়।
আপনার মন্তব্য লিখুন