সরাইলে স্বাধীনতা দিবসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মহান স্বাধীনতা দিবসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসে ভোর সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে যাওয়ার পথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনকে পুলিশ গ্রেপ্তারের প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। সোমবার(২৬মার্চ) সকাল ১১টায় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বাসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে বিএনপি নেতাকে পুষ্প মাল্য অর্পণ করতে না দিয়ে গ্রেপ্তার করার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে তারঁ নি:শর্ত মুক্তি দাবি করেন।
আপনার মন্তব্য লিখুন