সরাইলে “সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলে” দুই শতাধিক পুরস্কার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ , ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে “সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলে” দুই শতাধিক পুরস্কার বিতরণ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলের কৃতি শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকামন্ডলীর মাঝে প্রায় দুই শতাধিক পুরস্কার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বার্ষিক পরীক্ষা-২০২৩/তৃতীয় প্রান্তিক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা-২০২৩ এর ফলাফল ঘোষনা অনুষ্ঠানে শনিবার(৩০ ডিসেম্বর) বিভিন্ন ক্যাটাগড়িতে এসব পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীর মাঝে শিক্ষার প্রতি প্রেরণা সৃষ্টির অংশ হিসেবে ব্যক্তিগত অর্থায়নে এসব পুরস্কারের ব্যবস্থা করেন।

সৈয়দটুল গ্রামের বিশিষ্ট মুরব্বী, সমাজসেবক ও জাপা নেতা মো: রহমত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে দুই বার নির্বাচিত সদস্য ও যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধা।
সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সরাইল প্রতিনিধি মাহবুবুর রহমান খন্দকার, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: সাদ্দাম হোসেন, সংকৃতিকর্মী ও সমাজসেবক ছাদেক মিয়া, সরাইল বিকাল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: বাবুল মিয়া, সৈয়দটুলা গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল আলীম, আব্দুল করিম মাস্টার আইডিয়াল একডেমির প্রধান শিক্ষক মো: ছাদেক মিয়া, সমাজ সেবক বাচ্ছু মিয়া, আলমগীর মিয়া, আলম মিয়া, দুলাল মিয়া, সাখাওয়াত হোসেন, সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলের প্রধান শিক্ষক ফরহাদ মিয়া, একই বিদ্যালয়ের শিক্ষক সানজিদা আক্তার নীলা, ফারজানা আক্তার পপি, দেলোয়ারা বেগম, রত্না রানী কর্মকার, মিনুয়ারা বেগম, মোজাম্মেল হক ও গাজী আব্দুল আমীনসহ এলাকার অন্যান্য লোকজন, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











আপনার মন্তব্য লিখুন