সরাইলে সেলাই মেশিন পেলেন “ভিক্ষা করে ডাক্তার হতে চাওয়া সেই শিশু সুখীর মা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , ৬ এপ্রিল ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের সেই শিশু সুখীর মা সেলাই মেশিন পেয়েছেন। “ভিক্ষা করে ডাক্তার হতে চাওয়া সেই শিশু সুখীর উপস্থিতিতে তার মায়ের হাতে আজ শনিবার(৬এপ্রিল) সকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, দৈনিক নয়া দিগন্তের সরাইল প্রতিনিধি ও সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক এম এ করিম, কালিকচ্ছ এম এ বাশার ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক নাজমা বেগম, ১/২৪ সোস্যাল মুভমেন্ট” সংগঠনের পক্ষ থেকে সংগঠনটির প্রচার সম্পাদক ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র হোসাইন আল মামুন, সদস্য, একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মোঃ আব্দুল আলীম উপস্থিত ছিলেন। ” ১/২৪ সোস্যাল মুভমেন্ট” নামক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহাব উদ্দিনসহ সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান শিশু সুখীর মা। উল্লেখ্য ” ভিক্ষা করে ডাক্তার হতে চাই শিশু সুখী” শিরোনামে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ও অনলাইন পত্রিকা “সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম” এ শিশু সুখীকে নিয়ে ছবিসহ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহলের পক্ষ থেকে সাহায্য পেতে থাকে শিশু সুখীর পরিবার। স্থানীয় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবানন্দের” পক্ষ থেকে বিভিন্ন সাহায্য প্রদানের পাশাপাশি এ পর্যন্ত নগদ ১৮হাজার টাকার আর্থিক সাহায্য এ প্রতিবেদকের মাধ্যমে শিশু সুখীর পরিবারকে দেওয়া হয়েছে । সেই সাথে শিশু সুখীর পড়ালেখার যাবতীয় দায়িত্ব নিয়েছেন চট্বগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহাব উদ্দিন প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবা সংগঠন ” ১/২৪ সোস্যাল মুভমেন্ট। সংগঠনের আর্থিক সহযোগিতায় বর্তমানে শিশু সুখী ভিক্ষা করা ছেড়ে দিয়ে নিজ এলাকা কালিকচ্ছ আইডিয়াল কিন্ডারগার্টেনে প্লে শ্রেণিতে পড়া-লেখা চালিয়ে যাচ্ছে।
আপনার মন্তব্য লিখুন