সরাইলে “সূফী রুহুল আমিন টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট” আনুষ্ঠানিক উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ , ২ মার্চ ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “সূফী রুহুল আমিন টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতার মাস উপলক্ষে মাদক ও দাঙ্গামুক্ত সমাজ গড়তে উপজেলার চুন্টা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে রোববার(১মার্চ) সকালে চুন্টা এ সি একাডেমী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটো। চুন্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চুন্টা এ সি একাডেমির ব্যবস্থাপনা পরিষদের সভাপতি শেখ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুন্টা এসি একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও হাজী এস এ এগ্রো কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান লুৎফর রহমান, চুন্টা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার প্রমুখ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী লোকজন এ সময় উপস্থিত ছিলেন। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও দাঙ্গা মুক্ত করতে ভুমিকা রাখে। এছাড়াও খেলাধুলা শরীর ভালো রাখতেও সাহায্য করে। পরে তিনি চুন্টা পূর্বপাড়া একাদশ ও লোপাড়া একাদশের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উক্ত খেলা পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন শামসুল হক।
আপনার মন্তব্য লিখুন