সরাইলে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত , অপর যাত্রী যুবদল নেতা আহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ , ৪ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সার এক যাত্রী নিহত ও অপর এক যাত্রী যুবদল নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মে) দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের জিলুকদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কাউছার মিয়া। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আজিজুল হকের পুত্র। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উপজেলার চুন্টা ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের জিলুকদারপাড়া এলাকায় সিএনজি ও টাক্টরের মুখোমুখি সংঘর্ষ সিএনজি অটোরিক্সা যাত্রী কাউছার মিয়া ও নজরুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাউছার মিয়া মারা যান। আহত নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন