সরাইলে সারাদেশের ন্যায় ৩০লক্ষ শহীদদের স্মরণে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
সারাদেশের ন্যায় ৩০লক্ষ শহীদদের স্মরণে ৩০লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। আজ বুধবার(১৮জুলাই) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচী পালন করা হয়। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত একটি বৃক্ষরোপণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের উপস্থিতিতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে নির্বাচিত ৩০জন ছাত্রী বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ৩০টি বৃক্ষরোপণ করেন। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, সহকারি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো: তাসলিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন