সরাইলে সারাদেশের ন্যায় শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ , ১৬ জুন ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ, তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ, দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ, ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’ এই খুশির ঈদে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল ৮টা, সাড়ে ৮টা, পৌনে ৯টা ও ৯টাসহ বিভিন্ন সময়ে উপজেলা বিভিন্ন ঈদগাহ মাঠে ও বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে ধর্মপ্রান মুসল্লিরা স্বত:স্পূর্তভাবে অংশগ্রহন করে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে পরস্পরের সাথে আন্তরিক ও সোহার্দপূর্ন পরিবেশে কুশল ও সালাম বিনিময় করে অনেকেই নিজ নিজ কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করেন। এছাড়া আত্বীয়-স্বজনদের বাড়িতে গিয়ে সালাম বিনিময়সহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পরস্পরকে বিভিন্ন মিষ্টান্নজাতীয় খাবার পরিবেশন করে আপ্যায়ন করেন। সরাইল উপজেলা প্রশাসন, বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপজেলার সর্বস্তরের ধর্মপ্রান মুসলমানদের পবিত্র ঈদের শভেচ্ছা জানিয়েছেন। উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
আপনার মন্তব্য লিখুন