সরাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
এম এ করিম সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফসহ বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন