সরাইলে সাবেক ভূমিপ্রতিমন্ত্রী ও বর্তমান এমপি আলহাজ্ব উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার নাম ফলক অপসারণ, নেতা-কর্মীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ , ২৬ জুন ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নামফলক অপসারনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম থেকে নামফলক অপসারণকে কেন্দ্র করে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, ২০০৬ সালের ৮জুলাই তৎকালীন ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের বর্তমান এমপি আলহাজ্ব উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন। পরবর্তীতে এই নামকরণ পরিবর্তন করে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম নামকরণ করা হয়েছে। আজ সোমবার(২৪জুন) এই অডিটোরিয়ামের সম্মুখভাগের এই নামফলক অপসারণ করার খবরে নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সোমবার বিকালে সরজমিনে অডিটোরিয়াম চত্বরে গিয়ে দেখা যায়, সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বর্তমান এমপি আলহাজ্ব উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার নামফলকটি পূর্বের স্থান থেকে অপসারণ করে নিচে মেঝেতে রাখা হয়েছে। সেখানে অন্য নামফলক লাগানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসময় উপস্থিত ঠিকাদার সঞ্চয় মিয়ার সাথে কথা বললে তিনি জানান, জেলা পরিষদের নির্দেশে এখান থেকে নামফলটি সরানো হয়েছে। তবে অন্যত্র নামফলটি ফের বসিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ রকিব উদ্দিন ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ নেতা-কর্মীরা সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে নামফলক অপসারনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন