সরাইলে সাংবাদিক হাবিবুর রহমান মিলনের স্মরণসভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ , ১৪ জুন ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
সরাইলে সাংবাদিক হাবিবুর রহমান মিলনের স্মরণসভা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
দেশবরেণ্য সাংবাদিক, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপদেষ্টা সম্পাদক, পিআইবি’র সাবেক চেয়ারম্যান ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য হাবিবুর রহমান মিলনের সপ্তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল প্রেসক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার (১৪ জুন) বাদ আছর প্রেসক্লাব কার্যালয়ে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ত্রিতাল সঙ্গীত বিদ্যানিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য মাসুদুর রহমান।
সরাইল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সহসভাপতি জুলকার নাঈন, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মোহাম্মদ আব্দুল করিম, সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সদস্য মোঃ মুরাদ খান, সাংবাদিক দীপক দেবনাথ ও সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল এর একমাত্র পুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের প্রথম বর্ষের ছাত্র কানজুল কাবাম কৌষিক উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন