সরাইলে সাংবাদিক মাসুদ সড়ক দুর্ঘটনায় আহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সদস্য ও বিজয় টেলিভিশনের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার(২৯অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সদরের অন্নদা স্কুল মোড়ে সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সরাইল হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাসুদ জানান, মোটরসাইকেল যোগে যাওয়ার পথে পেছন থেকে একটি সিএনজি অটোরিক্সা সাংবাদিক মাসুদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে রাস্তার পাশে তিনি ছিটকে পড়ে বাম পা ও হাতে গুরুতর আঘাত প্রাপ্ত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সার্জারি ডাক্তারের তত্ত্বাবধানে দুই ঘন্টার অপারেশন শেষে সরাইল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলটি অনেকটা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হওয়ায় অপারেশনের মাধ্যমে পিন বসিয়ে আঙ্গুল টিকিয়ে রাখার সর্বাত্বক চিকিৎসা করা হয়েছে বলে জানা গেছে। সরাইল প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ মাসুদ দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে সরাইল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত হাসপাতালে ছুঁটে যান এবং যথাযথ চিকিৎসার ব্যপারে সার্বিক খোঁজ-খবর নেন। এছাড়াও বিভিন্ন মহলের পক্ষ থেকে আহত সাংবাদিক মাসুদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরাইলে অনেক অদক্ষ চালকের বেপরোয়া গতিতে সিএনজি চালানোর কারনে অনেক দুর্ঘটনা ঘটছে। এছাড়াও সিএনজি স্টেশনের পার্স্ববর্তী রাস্তায় এলোমেলোভাবে সিএনজি দাড়াঁনো থাকায় সাধারন মানুষের চলাচলেও বিঘ্ন ঘটে বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
আপনার মন্তব্য লিখুন