সরাইলে সাংবাদিক মাসুদ এর আম্মাজান আর নেই, বাদ যোহর জানাজা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ , ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
সরাইল প্রেসক্লাবের দফতর সম্পাদক, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বিজয় টিভি ও দৈনিক খবর পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ এর আম্মা জাহেরা বেগম(৭২) আর নেই। গতকাল শনিবার(৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। সাংবাদিক মাসুদ এর মায়ের মৃত্যুতে সরাইল প্রেসক্লাব ও সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আজ রোববার(৭ ফেব্রুয়ারী) বাদ যোহর সূর্যকান্দি জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাঁকে দাফন করা হবে। জানাজায় শরীক হয়ে মরহুমার আত্বার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলকে দাওয়াত করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন