সরাইলে সহস্রাধিক শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সহস্রাধিক শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন এর বিরুদ্ধে একই বিদ্যালয়ের অভিভাবক মোফেজা বেগম কর্তৃক কুরুচিপূর্ণ ও বানোয়াট অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)সহ বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে ও অভিযোগকারিনীর বিচারের দাবিতে আজ শনিবার(১ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও অভিবাবকগণও উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক আলহাজ্ব শফিকুর রহমান এর সভাপতিত্বে ও একই বিদ্যালয়ের অভিভাবক হাজী মাহফুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেযা বেগম। অভিভাবকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন মন মিয়া, সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল, আব্দল জব্বার, শিক্ষকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেওয়ান রওশন আরা মাকসুদা ও মোহাম্মদ আব্দুল করিম। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকর্মী, বিদ্যালয়ের অন্যান্য অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তাগণ সরাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো: আনোয়ার হোসেন এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বানোয়াট অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান সেইসাথে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। প্রতিবাদ সমাবেশ শেষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন