সরাইলে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ক আলোচনাসভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ , ২৬ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ও সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬অক্টোবর) সকাল ১১টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ(এসডিজি), ভিশন:২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততার লক্ষ্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান মো: শের আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: তাহমিনা আক্তার। সরাইল উপজেলা সমাজ সেবা অফিসার মো: জহিরুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। বক্তব্য রাখেন সরাইল উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা প্রকৌশলী এমদাদুল হক, উপজেলা নির্বাহী প্রকৌশলী(বিক্রয় ও বিতরণ) সুব্রত রায়, আওয়ামীলীগ নেতা হাজী মো: মাহফুজ আলী, চুন্টা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো: শাহজাহান মিয়া, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো: দ্বীন ইসলাম, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি মো: মাহবুব খান বাবুল, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান, সঙ্গীত ব্যক্তিত্ব সঞ্জিব কুমার দেবনাথ। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিত শিক্ষকবৃন্দের পক্ষ থেকে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম বক্তব্য দেন এবং উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিত শিক্ষকবৃন্দের পক্ষ থেকে সৈয়দটুলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস বক্তব্য দেন। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন বেড়তলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: ওমর ফারুক ও গীতা পাঠ করেন বড্ডাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত্রা রানী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের লোকজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন