২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে সরকারী ভাতা উত্তোলনকারী দুই হাজার সুবিধাভোগীর সন্ধান মিলছে না

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই হাজার
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সরকারী ভাতার
কার্ডধারী সুবিধাভোগীর সন্ধান মিলছে না। সরাইল উপজেলা সমাজসেবা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ভাতাভোগীদের সুবিধার কথা চিন্তা করে অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা পরিশোধের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে অনলাইন তথ্য এন্ট্রি করার কাজ চলছে। উপজেলার নয়টি ইউনিয়নে বয়স্ক ভাতা পাচ্ছেন ৮হাজার ৯শ’ ৩৬জন, বিধবা ভাতা ২হাজার ৫শ’ ৫৫জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ৪হাজার ৬শ’ ৩৬জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ১শত ৯৮জন, অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষা উপবৃত্তি ৫১জন, অনগ্রসর জনগোষ্ঠী ভাতাভোগী ১শত ৮৪জন ও হিজরা জনগোষ্ঠী ভাতাভোগী ৬জন সরকারি ভাতা পাচ্ছেন। এদের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী দুই হাজার ভাতাভোগীর সন্ধান ও সঠিক অবস্থান এখনও পাওয়া যায়নি।
এ ব্যপারে সরাইল উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ রাকিব মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, রাষ্ট্রীয় সকল ভাতাভোগীদের ভাতার টাকা তাদের নিজস্ব মোবাইলে নির্বিঘ্নে পেতে সরকার অনলাইনে ভাতা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশের ন্যায় সরাইল উপজেলার সকল ভাতাভোগীদের তথ্য অনলাইনে এন্ট্রি দেয়ার কাজ চলছে। অনলাইনে এন্ট্রি দিতে গিয়ে দেখা যাচ্ছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী দুই হাজার পাঁচজন কার্ডধারীর খোঁজই পাওয়া যাচ্ছে না। উপজেলার নয়টি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্যও নেয়া হচ্ছে কিন্তু কেউই এসব কার্ডধারীদের চিহ্নিত বা খোঁজ দিতে পারছেন না। তবে অনলাইনে এন্ট্রি দেওয়ার সময়সীমার মধ্যে ঐ সকল ভাতাভোগীদের সন্ধান পেতে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন