সরাইলে সরকারি খাল পুনরুদ্ধারসহ বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহনে এসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ , ১৩ জুন ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধারসহ বৃষ্টির পানি নিষ্কাশনে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা করতে সরাইল উপজেলা সহকারি কমিশনার(ভূমি) বরাবর স্থানীয় এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেছেন মীর সাদাকাত আলী (হিরু) ও রওশন আলী নামে স্থানীয় দুই সমাজ সচেতন ব্যক্তি। আজ শনিবার(১৩জুন) সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ে গিয়ে উক্ত আবেদনটি জমা দিয়েছেন বলে আবেদনকারী সূত্রে জানা গেছে। লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল উপজেলা সদরের সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড় থেকে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে জিলুকদারপাড়া এলাকার মধ্যে দিয়ে ঐতিহাসিক এই সরকারি খালটি জাফর নদীর সাথে সংযুক্ত হয়ে তিতাস নদীর সাথে যুক্ত ছিল। কালের পরিক্রমায় সেই খালটি এখন বিলুপ্তির পথে। আজ থেকে প্রায় ২৫বছর পূর্বে যে খালটির অস্থিত্ব ছিল এবং এর আগে যেই খাল দিয়ে নৌকা চলাচল করত সেই খালটি এখন বিলুপ্ত প্রায়। দিন দিন দখলের ফলে এই খালের অস্তিত্ব এখন বিলীন হয়ে উপজেলা সদরসহ আশ-পাশের এলাকার বৃষ্টির পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টি হলেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে ও সরকারি খালটি দখলের ফলে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ের প্রধান রাস্থাটি বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি জনগণের চলাচলে মারাত্বক অসুবিধার সৃষ্টি হয়। এতে দীর্ঘদিন ধরে বৃষ্টির মৌসুমে এলাকাবাসী ভোগান্তির শিকার হলেও এ থেকে পরিত্রাণের স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না এলাকাবাসী। স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিগণ বিভিন্ন সময়ে সরকারি খালটি পুনরুদ্ধারে আশার বাণী শোনালেও কার্যত এর বাস্তব প্রয়োগ পাচ্ছেন না এলাকাবাসী। সম্প্রতি এলাকার বিভিন্ন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশংসিত সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকার নিকট আবেগতাড়িত এলাকাবাসীর পক্ষে সমাজ সচেতন স্থানীয় ছোট দেওয়ান পাড়ার বাসিন্দা মীর সাদাকাত আলী( হিরু) ও রওশন আলী সরকারি এই খালটি পুনরুদ্ধার করে বৃষ্টির পানি নিষ্কাশনে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে লিখিত আবেদন জানিয়েছেন। এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে সরাইল উপজেলা সহকারি কমিশনার(ভূমি)সহ সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন