সরাইলে সরকারি কাজ পরিদর্শনে গিয়ে দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সহ আহতঃ ৪
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , ১৩ জানুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুলসহ ৪জন আহত হয়েছেন। মঙ্গলবার(১২জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় সরকারি বরাদ্ধে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন গেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ-শাহজাদাপুর সড়কে সরকারি বরাদ্ধে উন্নয়ন কাজ চলছে। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম সরকারি গাড়ী যোগে মলাইশ-শাহজাদাপুর সড়কের বান্নিঘাট নামক স্থানে গাড়ী রেখে অটোরিক্সা যোগে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনে যাওয়ার সময় মডের কান্দি নামক স্থানে তাঁদের বহনকারী অটো রিক্সাটি উল্টে গেলে রিক্সায় থাকা ৪জন মাটিতে পড়ে হাত পা ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত প্রাপ্ত হয়ে আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর ডাক্তারের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে থাকলেও অন্যান্যরা নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছেন। আজ বুধবার(১৩জানুয়ারী) দুপুরে এ ব্যপারে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর এর সাাথে কথা হলে তিনি দুর্ঘটনার সত্যতা নিশ্চিৎ করে সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন