সরাইলে সন্ধ্যারাতে তালা ভেঙ্গে চুরি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সন্ধ্যারাতে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার বড় দেওয়ানপাড়ার রওশন ভবনের দ্বিতীয় তলায় রবিবার(২০সেপ্টেম্বর) সন্ধ্যায় এই চুরির ঘটনা ঘটে।
ভবনের মালিক ভুক্তভোগী হেলাল উদ্দিন আহমেদ বলেন, তিনি এবং তার পরিবারের সদস্যরা নিচতলায় বসবাসরত ভাড়াটিয়া জাকির মাস্টার এর বাসায় চায়ের আড্ডায় মত্ত হয়ে যায়। সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা, কাঠের আলমিরার কাপড় চোপড় এলোমেলো হয়ে পরে আছে। পরে আলমিরা তল্লাশী করে দেখেন নগদ ৪০হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোর। আনুমানিক প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোর। চুরির ঘটনায় স্থানীয়দের মনে আতংক বিরাজ করছে।
বড়দেওয়ান পাড়ার বাসিন্দা উজ্জ্বল ঠাকুর বলেন, এইপাড়ায় এমন ঘটনা আর কখনো ঘটেনি। সন্ধ্যার সময় এই ঘটনা এর আগে কখনো ঘটেনি।
এই বিষয়ে রাতেই হেলাল উদ্দিন আহমেদ সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরিতে ব্যবহৃত কিছু আলামত সংগ্রহ করে নিয়ে যায়।
আপনার মন্তব্য লিখুন