সরাইলে সওজের খাল দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ , ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সওজের খাল দখলমুক্ত করণে দিনভর অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা। এ সময় দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ, অন্যান্য স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও শ্রমিকরা উচ্ছেদ অভিযান কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন। আজ বুধবার(৩০সেপ্টেম্বর) সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে বড্ডা পাড়া এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
এ ব্যপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা বলেন, সরকারি খাল দখল করে পানি নিস্কাশনের ব্যবস্থা বন্ধ করা আইনত দন্ডনীয় অপরাধ। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খাল দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান। কোন দখলকারীই এই অভিযানের বাহিরে নয়। পর্যায়ক্রমে সকল সরকারি খাল দখলদারদের কবল থেকে মুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন