সরাইলে শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলেন হাজী ইসহাক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ , ১৮ নভেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের উচালয়াপাড়া গ্রামের কৃতি সন্তান হাজী মোঃ ইসহাক মানুষের শ্রদ্ধা ও ভালাবাসায় চির বিদায় নিয়েছেন। আজ বুধবার(১৮নভেম্বর) সকাল ১০টায় উচালিয়াপাড়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মরহুম হাজী ইসহাক এর বড় ভাই এর পুত্র মাওলানা মুফতি সাইফুল্লাহ জানাযায় ইমামতি করেন। সরাইল উপজেলা শ্রমিক দলের নেতা জাকারিয়ার বড় ভাই মরহুম হাজী ইসহাক সরাইল উপজেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ও উচালিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী ছিলেন। বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনীসহ বিভিন্ন স্তরের আলেম-ওলামা, মাদ্রাসা ছাত্র ও শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের লোকজন জানাযায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। করোনা পরিস্থিতিতে শৃংখলা, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিৎ করতে জানাযাস্তলের আশপাশে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
আপনার মন্তব্য লিখুন